ডিগবাজি খেতে নীতীশ কুমারের যে জুড়ি মেলা ভার, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এর আগে তিনি চারবার এনডিএ-তে ঢুকেছেন এবং বেরিয়েছেন। ফের একবার পাল্টি খাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী? গতকাল অবধি ছিল এমন গুঞ্জন। ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন নীতীশ বলে শোনা যাচ্ছিল।
সূত্রের খবর, কথা-বার্তা এতদূর এগিয়ে গিয়েছে যে, ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। রবিবারই বিহারে শপথ নিতে পারে বিজেপি-জেডিইউ সরকার। মুখ্যমন্ত্রী কে হবেন? কেন নীতীশ কুমার। হত বেশ কয়েক বছর ধরে তো তিনি এই প্রবণতাই তৈরি করেছেন। জোট বদলাবে জেডিইউ, কিন্তু, মুখ্যমন্ত্রী থেকে যাবেন নীতীশ। অন্যদিকে, সুশীল মোদী তাঁর ডেপুটি হবেন বলে শোনা যাচ্ছে। সরকার গঠনের পরই বিধানসভার নয়া অধ্যক্ষও নির্বাচন করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন