সাংসদ পদ হারিয়েছেন আগেই। তবু সরকারি বাংলো ছাড়ছেন না মহুয়া মৈত্র।এর আগে দুইবার তাঁকে বাংলো ছাড়ার নোটিস দেওয়া হয় লোকসভার তরফে, কিন্তু সেই নির্দেশে গুরুত্বই দেননি তিনি। ফের তাঁকে বাংলো ছাড়ার নোটিস দেওয়া হল। মঙ্গলবারই তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় হাউসিং ও নগরোন্নয়ন মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, সংসদ থেকে বিতাড়িত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আরও একবার সরকারি বাংলো ছাড়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।
টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেই গত বছরের ৮ ডিসেম্বর লোকসভা থেকে বরখাস্ত করা হয় মহুয়া মৈত্রকে। তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। এরপরই তাঁকে ৭ জানুয়ারির মধ্যে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিস দেওয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যে সরকারি বাংলো না ছাড়ায় তাঁকে আবার নোটিস পাঠানো হয়। সাংসদ পদ খোয়ানোর পরও কেন তিনি সরকারি বাংলো ছাড়ছেন না, তার জবাব তিনদিনের মধ্যে দিতে বলা হয়। গত ১২ জানুয়ারিও লোকসভা কমিটির তরফে আবার নোটিস পাঠানো হয় মহুয়াকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন