সেই বাম জমানা থেকে লড়াকু বিরোধী নেত্রী হিসেবে তাঁর পরিচয়। মাঠে-ময়দানে দাপিয়ে রাজনীতি করেছেন। তারপর দীর্ঘ তিন দশকের বাম রাজত্বের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সন্ধেয় গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে হালুয়া খেয়ে যাবেন বলেও জানালেন মমতা। সেই সময়ই সকলের সঙ্গে 'লঙ্গর' করার ইচ্ছাপ্রকাশ করে মমতা বললেন, 'আমি একদিন আপনাদের সঙ্গে বসে লঙ্গড় করব। কিন্তু আমি নীচে বসতে পারব না। আপনাদের অনুমতি থাকলে, চেয়ারে বসে লঙ্গড় করব। কখনও না কখনও তো সুযোগ আসবে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন