মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন! শাহজাহান প্রসঙ্গে এমন বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দিনকয়েক আগে সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা। তাদের মারধর ও গাড়ি ভাঙচুর করে এলাকা ছাড়া করা হয়। সেই ঘটনায় এখনও শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
লকটে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে লুকিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩০ শতাংশ ভোট ব্যাংকের দরকার আছে। তাই বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে জাল ভোটার আইডেন্টি কার্ড তৈরি করে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। কারণ ২০২৪-এ মানুষের ভোটের বিশ্বাস উনি করছেন না। শেখ শাহজাহানকে গ্রেফতার করলে তাঁর বিরুদ্ধে চলে যাবে সংখ্যালঘু ভোট। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের তলায় তাঁকে রেখে দিয়েছেন। শাহজাহানের অনুগামীরা সবাই শাহজাহানের সঙ্গে দেখা করছে। উপরে যদি দিদির হাত না থাকত, তাহলে এই চোর ডাকাতদের এত সাহস থাকত না। তারা ইডি-সিবিআই-এর সামনে আসছে না। তারা ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালির মতন জায়গায়। এখন থেকে মানুষ যদি সজাগ না হয় তাহলে হাজার হাজার কোটি কোটি শেখ শাহজাহান তৈরি হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন