সোমবার টিএমসির প্রতিষ্ঠা দিবসে চাকরি দুর্নীতিতে শাসক শিবিরের কারও কারও জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী বলেন, "কেউ কেউ টাকা নিয়ে চাকরি দিয়েছেন, চুরি হয়েছে, এটা সত্যি।
এর পাশাপাশি দলীয় নেত্রীর প্রসঙ্গ টেনে তাঁর দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেননি, করেন না, করতে পারেন না। তিনি সততার প্রতীক। তিনি এমন দুর্নীতি সহ্য করবেন না।" এমনকী তাঁকে আবেগপ্রবণ হয়ে একথাও বলতে শোনা যায়, "টাকা নিয়ে চাকরি দেওয়ার মতো অসৎ কাজ করা আর মায়ের মাংস কেটে খাওয়া একই ব্যাপার!" নিঃসন্দেহে খোদ শীর্ষ মন্ত্রীর এহেন মন্তব্য টিএমসিকে অস্বস্তিতে ফেলে দেওয়ার মতো, যা বিরোধী শিবির অস্ত্র করে তুলতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন