প্রশ্নের মুখে নিরাপত্তা, এদিন সন্দেশখালিকাণ্ডের পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিচ্ছে ইডি। এ রাজ্যের অফিস ও আধিকারিকদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর তেমনই। এ রাজ্যে ইডি অফিসে মোতায়েন থাকে কেন্দ্রীয় বাহিনী। যখন তল্লাশিতে যান, তখনও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থা আধিকারিকরা।
তাহলে কেন স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি? রেশন দুর্নীতিকাণ্ডে শিকড়ের খোঁজে ইডি। আজ, শুক্রবার দু'টি দল ভাগ হয়ে উত্তর ২৪ পরগনার অভিযান চালান তদন্তকারীরা। সকালে একটি দল পৌঁছয় বনগাঁ পুরসভার প্রাক্ত ইডির একটি দল পৌঁছয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়িতে।
শাহাজাহানের বাড়ি তালাবন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর তালা ভাঙা চেষ্টা করেন ইডি-র আধিকারিকরা, তখন আচমকাই শুরু হয় বিক্ষোভ। ইডি আধিকারিকদের লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিক্ষোভকারীরা। ভেঙে দেওয়া গাড়ির কাচ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন