দ্রুত দেশে কার্যকর হবে সিএএ আইন। পিটিআই মারফত এমন খবর পাওয়া গিয়েছে। সেখানে বলা হয়েছে দ্রুত এই আইন কার্যকর করা হবে, কার্যকর করা হবে লোকসভা নির্বাচনের অনেক আগেই। ভারতীয় সংসদ ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই আইন সংসদে পাশ করা হয়। নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতে অ-মুসলিম শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। এই তালিকায় রয়েছে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের। পার্শ্ববর্তী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের এই নাগরিকত্ব দেওয়া হবে। সিএএ কার্যকর করা নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল প্রথম থেকেই। ২০১৯ সালে গোটা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন