কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের নির্মিত রামলালার মূর্তিটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যার রাম মন্দিরে। সোমবার রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর নিজেকে পৃথিবীর সৌভাগ্যবান বলে মনে করছেন অরুণ যোগীরাজ।
এদিন রাম মন্দিরের উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা লগ্নে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ যোগীরাজ বলেন, "আমি এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি মনে করছি। আমার পূর্বপুরুষ, পরিবারের সদস্য এবং ভগবান রামের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল।
কর্নাটকের মহীশূরের বাসিন্দা অরুণ যোগীরাজ বর্তমানে দেশের প্রখ্যাত ভাস্কর। খুব ছোট বয়স থেকেই তিনি মূর্তি নির্মাণ করেন। তিনি বরাবরই কাজের ব্যাপারে একনিষ্ঠ। এর আগে কেদারনাথের আদি শঙ্করাচার্য এবং দিল্লির ইন্ডিয়া গেটে ৩০ ফুটের নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটিও তিনি তৈরি করেছিলেন। এবার তাঁর আরেক স্থাপত্য বিশ্বের দরবারে প্রশংসিত হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন