মুর্শিদাবাদ জেলা নিয়ে সম্প্রতি কালীঘাটে মিটিং করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা ভোটে এবারও কি অধীর ফ্যাক্টর হবে? সূত্রের খবর, গতকালের বৈঠকে তৃণমূলনেত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, অধীর কোনও শক্তি'ই না। এমনকী দল যে বহরমপুরে প্রার্থী দেবে, তার বার্তাও ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, বাংলায় ৪২-এ ৪২ প্রার্থী দেওয়ারও বার্তা দিয়েছেন মমতা। অর্থাৎ বাংলায় জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এরইমধ্যে অধীর চৌধুরীও জানিয়ে দিলেন, "আমি লড়ে জিতেছি। কাউকে পরোয়া করি ন।" শিলিগুড়িতে শনিবার কংগ্রেসের কর্মিসভা ছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন