কালীঘাটে বুধবার ছিল তৃণমূলের উরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তবে গতকালের বৈঠকে কার্যত নিজেকে যেন গুটিয়ে রাখলেন অভিষেক। তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' মাইক হাতে কিছুই বলতে চাননি। সূত্রের খবর, খোদ তৃণমূল নেত্রী তাঁকে বলেন, যাঁরা বৈঠকে উপস্থিত রয়েছেন তাঁদের অন্তত শুভেচ্ছা বার্তা দিতে। নিমরাজি অভিষেক মাইক নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথাই বলেন। তারপর সেখান থেকে বেরিয়ে যান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন