রেশন দুর্নীতিতে কমকরে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এদিন আদালতে এমনটাই দাবি করল ইডি। এদিন বনগাঁ পুসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যতে আদালতে পেশ করে ইডি। ১৪ দিনের জন্য ইডি হেফাজত চাওয়া হয়েছে।
ইডির দাবি, "ফরেন কারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে বিদেশে টাকা পাঠানো হত। এমন বেশ কিছু সংস্থা রয়েছে শঙ্করের নামে। শঙ্করের পরিচিতি অন্তত এমন ৯০টি কোম্পানি রয়েছে টাকা পরিবর্তন করার জন্য। বর্ডার এলাকায় ওই কোম্পানি চালানো হতো বলে দাবি। এমনকী এই টাকা দুবাইতে পাঠানো হত।"
আদালতে ইডি-র দাবি,"অন্তত ২০ হাজার কোটি টাকা এই সব সংস্থা মারফত বিদেশে পাঠানো হয়েছে। ২০০০ কোটি টাকা বেআইনি খাদান মালিক ও মাফিয়াদের হাতে রয়েছে। ৯ হাজার থেকে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। দুবাই এবং বাংলাদেশে বেশিরভাগ টাকা পাঠানো হত।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন