তৃণমূল রাজ্যে ৬ থেকে ৮টি আসন তাদের ছাড়লে বাংলায় জোট নিয়ে আপত্তি নেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। তবে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকম্যান্ডের হাতেই ছেড়ে দিয়েছেন প্রদেশ নেতারা। দিল্লিতে রাহুল গান্ধির উপস্থিতিতে হাইকম্যান্ডর সঙ্গে বৈঠকে এ কথাই জানিয়ে এসেছেন অধীর চৌধুরী।
সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠকের পরই এ দিন দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা। সেই বৈঠকেই প্রদেশ নেতারা বুঝিয়ে দিয়েছেন, বিজেপি-কে হারাতে গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও জোটের পক্ষে তাঁরাও।
গতকাল ইন্ডিয়া জোটে বৈঠকের পরেও আসন রফার ফর্মুলা কী হবে, তার দিশা মেলেনি। যদিও আসন রফার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে জোটের সমীকরণ আদৌ বের করা সম্ভব কি না, বৈঠকের শেষেও তা নিয়ে মুখ খোলেননি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এর ফলে বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা বেড়েছে।
তবে প্রদেশ কংগ্রেস নেতারা ৬ থেকে ৮টি আসনের দাবি জানালেও তৃণমূল সেই শর্ত মানবে, এমন আশা অতি ক্ষীণ। কারণ ইতিমধ্যেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যে খুব বেশি হলে কংগ্রেসকে দু-টি আসন ছাড়তে পারে শাসক দল। এই মুহূর্তে রাজ্যে মাত্র দুটি লোকসভা আসন রয়েছে কংগ্রেসের দখলে। তার মধ্যে একটি বহরমপুর এবং অন্যটি মালদহ উত্তর৷ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এর বাইরে মুর্শিদাবাদ, পুরুলিয়া, মালদহ দক্ষিণের মতো বেশ কয়েকটি আসনে লড়তে চায় তারা। বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, জোট নিয়ে ফের একবার প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে কংগ্রেস হাইকম্যান্ড।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন