উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং কবে হবে? আপাতত এই প্রশ্নই উচ্চ প্রাথমিক এর চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। সেই প্রশ্ন তুলেই লাগাতার অবস্থানে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। বড়দিনেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকা চাকরি প্রার্থীরা।
তবে ডিসেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে বিজ্ঞপ্তির সম্ভাবনা যে কার্যত নেই তা স্পষ্ট করছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি তরফে দাবি করা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ের জন্য যে কাজগুলি প্রয়োজন রয়েছে তার অনেকটাই এখনও পর্যন্ত করা যায়নি।
কোন কোন ক্যাটাগরিতে কত সংখ্যক শূন্যপদের জন্য দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং ডাকা হবে সেই কাজও এখনও পর্যন্ত সে অর্থে শুরু হয়নি বলেই এসএসসি তরফে দাবি। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের দাবি দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হতে এখনও অনেকটাই সময় লাগবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন,"ডিসেম্বর মাসে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে বিজ্ঞপ্তি জারি করা সম্ভাবনা নেই।"
যদিও চাকরিপ্রার্থীদের একাংশের দাবি দীর্ঘদিন ধরে চলছে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিং প্রক্রিয়া দ্রুত শেষ না করলে তাহলে কীভাবে নিয়োগ হবে দ্রুত? যদিও কাউন্সেলিংয়ের অনুমতি থাকলেও এখনই সুপারিশপত্র দেওয়ার সবুজ সংকেত দেয়নি আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন