চোখ চব্বিশের নির্বাচন। তাই লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করতে বাড়তি উদ্যোগ। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় কর্মিসভা মমতার। সেখানেই কেন্দ্রকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। সারা দেশে I.N.D.I.A। তবে বাংলায় বিজেপিকে রুখতে পারে তৃণমূলই। দেগঙ্গার কর্মিসভা থেকেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। জোটের সওয়ালে শান দিয়েও বামজমানাকে খোঁচা তৃণমূল নেত্রীর।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই জোট সারাভারতে থাকবে। বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। কারণ, তৃণমূলই পারে বিজেপিকে শিক্ষা দিতে। বাংলা সারা ভারতকে পথ দেখাবে। বিজেপি আর সিপিএমকে ভোট নয়।'
মমতা বুঝিয়ে দিতে চেয়েছেন, সারা দেশে বিজেপি-বিরোধী জোট 'ইন্ডিয়া' যেমন লড়াই করছে তেমনই করবে। কিন্তু বাংলায় তৃণমূল একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে। অর্থাৎ, বাংলার ভোটে জোট নয়। অন্যদিকে, চাকলার কর্মিসভা থেকে কেন্দ্রকে অলআউট তোপ মমতার। সব বরাদ্দ বন্ধ করেছে। তবুও বাংলায় ঢালাও উন্নয়ন। ভোটের আগে বারবার এজেন্সির ভয় দেখায়। বিজেপি ওয়াশিং মেশিন, বিরোধীরা সবাই চোর? প্রশ্নে সরব তৃণমূলনেত্রী।
এমনকী সিএএ ইস্যুতেও তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সবাই ভারতের নাগরিক। নয়তো রেশন আধার কার্ড কীভাবে? চাকলার কর্মিসভা থেকেই চাঁচাছোলা প্রশ্ন তৃণমূলনেত্রীর। মন্দির উদ্বোধনেও মতুয়া উন্নয়নে শান। তিনি বলেন, 'ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। ভোট এলেই ওরা ঠাকুরবাড়িতে যায়। বড় বড় কথা বলে।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন