কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে সামনে লোকসভা নির্বাচনে লড়ার প্রস্তাব উঠল আজকের ইন্ডিয়া জোটের বৈঠকে। মোদীর বিরুদ্ধে খার্গে! সূত্রের খবর খার্গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। খার্গে দলিত সম্প্রদায়ভূক্ত হওয়ায় ওই প্রস্তাবকে সমর্থন করেন কংগ্রেসের ঘোর বিরোধী অরবিন্দ কেজরিওয়াল। তবে খোদ খার্গে ওই প্রস্তাবকে খুব একটা আমল দিতে রাজি নন। লোকসভা নির্বাচনের পরে এনিয়ে ভাবা যাবে বলে জানিয়েছেন মল্লিকার্জুন খার্গে। তবে এই বৈঠক ঘিরে লাখ টাকার প্রশ্ন ছিল রাজ্যে রাজ্যে বিরোধীদের মধ্যে আসন সমঝোতার বিষয়টির কী হবে?
আসন সমঝোতার বিষয়টি নিয়ে জোটকে বার্তা দিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আসন সমঝোতার বিষয়টি ৩১ ডিসেম্বরের মধ্য়ে শেষ করে ফেলার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে লোকসভা নির্বাচনে সিট শেয়ারের ব্যাপারে অনেকক্ষণ ধরেই আলোচনা হয়েছে। তৃণমূলের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে।
আসম সমঝোতা নিয়ে মল্লিকার্জুন খার্গে বলেন, আসন সমঝোতার বিষয়টি সব দল মিলে কাজ করবে। যেসব রাজ্যে বিরোধীরা শক্তিশালী সেখানে প্রথম তারা নিজেদের মধ্যে বসে আসন সমঝোতা করবে। এতে যদি কোনও সমস্যা হয় তাহলে তা নিয়ে জোটের বৈঠকে আলোচনা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন