দিল্লিতে মোদী মমতার বৈঠকের দিনে বঙ্গে শুভেন্দুর অ্যাকশন। বিধানসভায় বৈঠক সেরেই সটান নবান্নে বিরোধী দলনেত। বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে মুখ্যসচিবের ঘরের বাইরে ধরনা। পরে নালিশ চিঠি জমা। কেন্দ্রের বরাদ্দ নয়ছয় বাংলায়।
গণতন্ত্রের কণ্ঠারোধ। সচিবকে তথ্য দিয়ে নালিশ বিরোধী দলনেতার। অন্যদিকে, মোদী-মমতা বরাদ্দ বৈঠকের দিনই ফের দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু। বাংলায় বরাদ্দ নয়ছয়ে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। এক্স মাধ্যমে ভিডিও এবং চিঠির প্রতিলিপি দিয়েই পোস্ট বিরোধী দলনেতার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন