শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায। কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়ি এবং অফিস তল্লাশি চালানো হচ্ছে মানিকতলার বহুতলে।
মানিকতলায় দু-জনের ফ্ল্যাটে তল্লাশি চলছে, তাঁরা হলেন সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা এই দুই ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এই দুই ব্যক্তির মাধ্যমে কালো টাকা সাদা করার প্রক্রিয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। কী ভাবে চলত দুর্নীতি, কী ভাবে কালো টাকা সাদা করা হচ্ছিল, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা। সূত্রের খবর, এই তথ্যের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অনেক জট খুলতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন