সামনেই লোকসভা নির্বাচন। আর তার ঠিক আগে কেন্দ্রীয় বাহিনীর হানা আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে বুধবার সকালে হানা দিয়েছেন কেন্দ্রীয় আয়কর দফতরের আধিকারিকরা। স্বাভাবিক ভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। উল্লেখ্য, এই বায়রন বিশ্বাস প্রাথমিক ভাবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন কংগ্রেস ও সিপিএমের জোট প্রার্থী বায়রন।
মুর্শিদাবাদ জুড়ে একাধিক সম্পত্তি ও বাড়িতে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রাথমিক ভাবে তাঁরা রয়েছেন ধুলিয়ানে বায়রন বিশ্বাসের নিজের বাড়িতে। এ ছাড়া, বায়রনের নিজস্ব বেসরকারি নার্সিংহোমের ব্যবসা রয়েছে, সেখানেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। এ ছাড়া রয়েছে বেসরকারি স্কুল, রঘুনাথগঞ্জের সেই স্কুলেও হানা দেওয়া হয়েছে। এ ছাড়া একটি বিড়ির কারখানাতে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন