শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ম্যাজিশিয়ান পিসি সরকার। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। সেই সময় সিবিআই দফতরেও হাজিরা দেন তিনি। এবার ইডি দফতরে উপস্থিত হলেন পিসি সরকার জুনিয়র। তবে, ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। এর আগে এই মামলাতেই সিবিআই তল্লাশি চালানো হয়েছিল পি সি সরকারের বাড়িতে। এবার ইডি দফতরে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে ফের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন