গুরুত্বপূর্ণ ফাইল চেয়েও পাচ্ছে না সিবিআই কর্তারা। শিক্ষা দফতরের কাছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল চেয়েও পাচ্ছে না সিবিআই। শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সম্পর্কিত ফাইল এখনও অধরা।
গত ১৫ দিন আগেও বেশ কয়েকটি ফাইল চেয়ে পাঠানো হয় শিক্ষা দফতর ও এসএসসির কাছে। সিবিআই সূত্রে খবর, ওই কয়েকটি ফাইলে শিক্ষক নিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কিত নথি রয়েছে। এই ফাইলগুলো এসএসসি, শিক্ষা দফতরের একাধিক টেবিলে গিয়েছে। ওই ফাইল গিয়েছিল খোদ তৎকালীন শিক্ষামন্ত্রীর টেবিলেও। তদন্ত নিয়ে আগামী ৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টে কমপ্রিহেন্সিভ রিপোর্ট জমা দেবে সিবিআই। এই রিপোর্টের আগে ওই ফাইল গুরুত্বপূর্ণ। তাই চেয়ে পাঠানো হয় সিবিআইয়ের তরফে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন