এবার এর মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি। এবার পরীক্ষাকেন্দ্রগুলিকে কড়া চিঠি মধ্যশিক্ষা পর্ষদের। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক জানিয়ে চিঠি দিল পর্ষদ।
কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে পর্ষদ জানিয়েছে, প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। পরীক্ষার দিনগুলিতে সকাল ৮ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং দেখতে হবে যাতে সিসিটিভিগুলি কাজ করে।
সিসিটিভি ফুটেজের সংরক্ষণগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলির প্রধানের কাছেই রাখতে হবে পরীক্ষার ফলপ্রকাশ শেষ না হওয়া পর্যন্ত। সিসিটিভি ফুটেজ নষ্ট হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকদের। শুক্রবারই পর্ষদ চিঠি দিয়ে জানাল বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলিকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন