প্রায় ২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার দুপুরে এসএসকেএম থেকে ছুটি দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সুস্থ আছেন বিধায়ক। তবে আপাতত মেনে চলতে হবে কিছু নির্দেশ।
৪ ডিসেম্বর সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় মদন মিত্রকে। পরের দুদিন স্থিতিশীল থাকলেও আচমকা গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন