আয়কর হানা চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। সঙ্গে সঙ্গে তাঁকে গাড়িতে করে নার্সিংহোমেও নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল ৬টা থেকেই বিধায়কের বাড়িতে আয়কর হানা চলছে৷
সূত্রের খবর, যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে গতকাল বেলা ১০টা নাগাদ বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন আয়কর দফতরের আধিকারিকেরা। তখন থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন বাইরন। সেই সময় বাড়িতে চিকিৎসক ডেকে এনে প্রাথমিক চিকিৎসাও করা হয় তাঁর।
তবে সূত্রের খবর, সন্ধে নাগাদ তাঁর অবস্থার অবনতি হয়। রাত ৯টা নাগাদ একটি কালো গাড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। বিধায়কের পরিবার সূত্রের দাবি, বিধায়কের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে গিয়েছিল। যদিও নার্সিংহোমে চিকিৎসকেরা তাঁর পরিস্থিতি খতিয়ে দেখে চিকিৎসার পরে ফের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাঁকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন