বাবার দ্বিতীয় বিয়ে। মজা, খুনসুটিতে মেতে ওঠার কোনও সুযোগই ছাড়লেন না আরবাজ খানের প্রথম পক্ষের ছেলে আরহান। ২০১৭ সালে মা মালাইকা আরোর সঙ্গে বিচ্ছেদের পর থেকে বাবার কাছেই থাকেন তিনি। বাবার দ্বিতীয় বিয়ের আসর মাতানোর দায়িত্ব নিজের হাতে নিলেন আরহান খান।
রবিবাসরীয় গোধূলি জমে উঠল বাবা-ছেলের যুগলবন্দিতে। নিকাহ হয়ে যাওয়ার পর আমন্ত্রিতদের জন্য এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে গান গেয়েছেন হর্ষদীপ কৌর। আর সেই মঞ্চেই আরহান গাইলেন বাবা আরবাজের সঙ্গে। মাইক তখন আরবাজের হাতে। হর্ষদীপের সঙ্গে তাল মিলিয়ে 'তেরে মস্ত মস্ত দো নয়ন…' গাইছেন 'দুলহে রাজা'। আচমকাই মঞ্চে উঠে আসেন আরহান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন