"সিএএ হবেই। কেউ সেটা আটকাতে পারবে না।" চ্যালেঞ্জের সুর অমিত শাহর গলায়। ১৪ এবং ১৯ সালের লোকসভা ভোটে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি। ২০১৯ সালে মোদি সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর সংসদের দু-কক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের এক অনুষ্ঠানে দাবি করেন,'সিএএ বিজেপির অঙ্গীকার।' বঙ্গ সফরে এসে ফের সিএএ সওয়াল অমিত শাহের। রাজ্যে অবিলম্বে সিএএ ও এনআরসি কার্যকর করার দাবি আগেই তুলেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তাঁর সাফ কথা ছিল, 'সিএএ, এনআরসি কার্যকর করতেই হবে। না হলে উদ্বাস্তুরা বিজেপির সঙ্গে থাকবে না। মানুষের কাছে দিয়ে ভোট চাইতে পারব না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন