সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে রাজনৈতিক তর্জা বেশ জমে উঠেছে। এবার তৃণমূল সাংসদকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধিতে বেনিয়ম সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের কুণাল ঘোষ।
কুণাল ঘোষ জানিয়েছেন, "শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহের তরফ থেকে উত্তরে প্রাপ্তি স্বীকার লেখা চিঠি পেয়েছি। সিবিআই সূত্র থেকেও প্রাপ্তি স্বীকারের চিঠি পৌঁছেছে। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত।" একইসঙ্গে কুণাল ঘোষ বলেন, "সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে" বলেও সওয়াল করেন কুণাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন