উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। মঙ্গলবার সন্ধের পর থেকেই স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইট মারফত চাকরি প্রার্থীদের কললেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হল।
ইতিমধ্যেই কোন বিষয়ে কবে কাউন্সেলিং তার সময়সীমা স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে তোলা হয়েছে। আর এবার গতকালের পর থেকেই ওয়েবসাইট মারফত চাকরিপ্রার্থীদের কললেটার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বর দেওয়ার পাশাপাশি দিতে হচ্ছে আধার নম্বরও। এর পাশাপাশি, নতুন করে ছবিও আপলোড করতে হচ্ছে কললেটার পাওয়ার জন্য।
মনে করা হচ্ছে, যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘদিন ধরে চলছে তাই ফের চাকরিপ্রার্থীদের তথ্য যাচাই করে নিতে চাইছে এসএসসি। তার জন্যই কললেটার ডাউনলোড করার আগে আরও কয়েক দফা যাচাই পর্ব করে নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন