নিয়োগ ঘিরে কিতর্কের শেষ নেই রাজ্যে। এমন আবহে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। এবার ভুয়ো নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনাতে।
এই ভুয়ো নিয়োগপত্রের আড়ালে বড়সড় দুর্নীতি চক্র সক্রিয় বলে মত শিক্ষা সংসদের। অন্যদিকে এক ভুয়ো চাকরিপ্রার্থীর পরিবারের দাবি, টাকার বিনিময়ে তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার নামে কেউ এই ভুয়ো নিয়োগপত্র দিয়েছে। তাঁরা প্রতারণার শিকার। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতর আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন