'অত্যন্ত নিন্দনীয় আচরণ'। এবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব আনছে বঙ্গ বিজেপি। এখন শীতকালীন অধিবেশন চলছে।
এদিকে এই মন্তব্যের যখন তীব্র প্রতিবাদ জানান অধ্যক্ষ, তখন বিধায়ক শংকর ঘোষের পাশে দাঁড়ান খোদ বিরোধী দলনেতা। এমনকী, নিজের আসনে বসে অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোড়েন বলে অভিযোগ। এরপরই বিধানসভায় শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাব গৃহীত হয়। অধ্যক্ষ বলেন, 'বিরোধী দলনেতার আচরণ অত্যন্ত নিন্দনীয়'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন