সুপ্রিম কোর্টে কাভিয়েট দাখিল করল স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে এসএসসি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একতরফা শুনানি আটকাতে এই কাভিয়েট দাখিল বলেই দাবি কমিশনের।
বুধবারই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।
এদিকে, শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর প্রক্রিয়ায় ক্রমশই বাড়ছে অনুপস্থিতির সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ১০০ জনের বেশি অনুপস্থিত থাকলেও বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৩ জন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর বুধবারে প্রায় ৭০ জন অনুপস্থিত ছিলেন কাউন্সেলিং প্রক্রিয়ায়। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অন্দরে। দীর্ঘ আট বছরেরও বেশি সময়সীমা পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আশার আলো দেখতে শুরু করেছে। কিন্তু এবার সেই নিয়োগ প্রক্রিয়াতেই বড় অঘটন উদ্বেগ বাড়াচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন