রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। এমন আবহে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আসা চাকরি প্রার্থীদের কাউন্সিলিং করলেও রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র দেওয়া যাবে না।
তার বদলে এসএসসি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার না দিতে পারলেও দেওয়া হবে সম্মতিপত্র বা এক্সেপ্টেন্স লেটার। এই মর্মে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই কাউন্সেলিং প্রক্রিয়ায় মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীরা নিজেদের পছন্দমতো স্কুল বেছে নিতে পারবেন। কিন্তু আগামী দিনে যখন সুপারিশপত্র দেওয়ার সবুজ সংকেত আসবে তখন যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্যই এই সম্মতিপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সম্মতিপত্রের একটি প্রতিলিপি থাকবে প্রার্থীর কাছে, অন্যটি থাকবে স্কুল সার্ভিস কমিশনের কাছে।
বৈধতা বা সেই সম্মতিপত্রের আগামী দিনে বৈধতা প্রমাণের জন্য প্রার্থীর ও এসএসসির আধিকারিকদের স্বাক্ষর থাকবে। পরবর্তী ক্ষেত্রে এই সম্মতিপত্রের ভিত্তিতেই সুপারিশ পত্র দেবে এসএসসি। এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, "পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি পেলে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে যাতে কোন ভুলভ্রান্তি না হয় তার জন্য কোন প্রার্থী কোন স্কুল বাছাই করবেন তার প্রমাণ হিসেবে এই সম্মতিপত্র দেওয়া হবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন