অবশেষে জল্পনা সত্যি হল। সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীতে বড়সড় রদবদল। তিনদিনের বর্ধিত অধিবেশন শেষে সেই রদবদলের কথা জানানো হল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। রাজ্য কমিটিতে ঠাঁই পেলেন ফৈয়াজ আহমেদ খান। তিনি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ছিলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন দলীয় মুখপত্রের সম্পাদক পদে। দেবাশিস চক্রবর্তীর বদলে 'গণশক্তি'র সম্পাদক হলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন