প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। গতকাল ফুটবল ম্যাচের শেষে বাজি ফাটানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভাঙড় কলেজ মাঠে। সেই সময় পুলিশ কর্তারা বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করলে বিধায়ক মাইক্রোফোন হাতে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বলে অভিযোগ।
এমন কি, তিনি পুলিশ কর্তাদের বিজেপির দালাল, আইএসএফের দালাল বলেও তোপ দাগেন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় কলেজ মাঠে। এই গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনও পুলিশের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি।
স্থানীয় সূত্রে খবর, ফি বছর বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে জীবনতলায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা হয়। এবছর সেই খেলার আসর বসেছিল ভাঙড়ে।
অভিযোগ, পুলিশ কর্তার এই আবেদনে উদ্যোক্তারা সাড়া না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার তাঁর টিম নিয়ে ছাদে উঠে বাজি ফাটানো বন্ধ করতে যান। সেই সময় পুলিশের তাড়া খেয়ে অনেকেই পালাতে থাকেন। বিষয়টি মঞ্চে থাকা শওকতের কানে গেলে তিনি মাইক্রোফোন হাতে উল্টে পুলিশকেই ধমকাতে শুরু করেন বলে অভিযোগ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে শওকত চিৎকার করে বলছেন, 'আমরা তো বলেছি বাজি ফাটবে না। কোন পুলিশ অ্যারেস্ট করবে? ইয়ার্কি হচ্ছে? মগের মুল্লুক পেয়েছেন নাকি? একবার অ্যারেস্ট করে দেখান।' মাইক্রোফোন হাতে উত্তেজিত ভাবে কথা বলতে বলতে বিধায়ক মঞ্চের নীচে নেমে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তর্কাতর্কিও জুড়ে দেন শওকত। সূত্রের খবর, ওই পুলিশ কর্তা দমে না গিয়ে পাল্টা বিধায়ককে বলেন, 'আপনি ঘোষণা করলেও ছেলেরা শুনছে না, বাজি ফাটানো বন্ধ করছে না।' সেই সময় শওকত ঘনিষ্ঠ সাদেক মল্লিককে আবার মাইক্রোফোন হাতে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনারা শান্ত থাকুন, অযথা হুজ্জোতি করবেন না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন