রেশন দুর্নীতিতে ইডির হাতে বিস্ফোরক তথ্য! বাকিবুরের সঙ্গে দিনের পর দিন বালুর বৈঠকের প্রমাণ সামনে আসছে। দুজনের বৈঠক হত খাদ্য দফতরে। সল্টলেকেও একটি জায়গায় বৈঠক হত।
এর পাশাপাশি, ইডির নজরে এবার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও। রেশন দুর্নীতি মামলায় নাম উঠে আসা ৩ সংস্থা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিএ। এমনকি, ওই ৩টি সংস্থা বন্ধ করে দেওয়ার পরও একইভাবে টাকার লেনদেন চালাতেন সেই সিএ। কার নির্দেশে কাজ করতেন সেই সিএ? কে ওই ৩ সংস্থাকে অচল করার নির্দেশ দিয়েছিলেন? উত্তর খুঁজছে ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন