তিনি ভারতীয় দলের কোচ থাকবেন কিনা তা নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হারের পরে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তার উপরেই ভরসা রেখেছে বোর্ড। কোচ হিসাবে মেয়াদ বৃদ্ধির পর মুখ খুললেন দ্রাবিড়। বিশ্বকাপের পর শোনা গিয়েছিল, আর রোহিত শর্মাদের কোচ থাকতে চাইছেন না দ্রাবিড়। তিনি নাকি বিভিন্ন দেশে ঘোরার ধকল আর নিতে পারছেন না।
কোচ হিসাবে দায়িত্ব বৃদ্ধির পরে দ্রাবিড় বলেন, "গত দু-বছর ধরে দল হিসাবে আমরা অনেক চড়াই-উতরাই দেখেছি। কিন্তু এই দু-বছরে আমরা একটা দল হিসাবে খেলেছি। সবাই সবার জন্য লড়েছে। দলের মধ্যে যে সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত। এই সংস্কৃতি মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক না কেন, একটা দল হিসাবে খেলব আমরা। দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের সেরাটা দিয়েছে। আমরা যে সঠিক ভাবে নিজেদের তৈরি করেছি তার ফল আমরা দেখেছি।"তাঁর উপর আস্থা রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন দ্রাবিড়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন