ধর্মতলায় তৃণমূলের একুশের জুলাই সভাস্থলে এবার সভা করবেন অমিত শাহ! কীভাবে? পুলিসকে সভার অনুমতি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্তার পর্যবেক্ষণ, 'আবেদনের পর সিদ্ধান্ত নিতে দু-সপ্তাহ যথেষ্ট'।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিজেপিকে সভা করার অনুমতি দেন। তিনি নির্দেশ দেন, শর্তসাপেক্ষে সভার অনুমতি দিতে হবে পুলিশকে।
গেরুয়া শিবিরের অভিযোগ, ১৮ অক্টোবর সভার অনুমতি চাইলেও ১৯ অক্টোবর বাতিল করে কলকাতা পুলিশ। ফের চলতি মাসের ৬ তারিখ আবেদন করা হয়। কিন্তু ফের তা বাতিল করা হয়। হাতে করে আবেদনপত্রে পাঠালেও তা বাতিল করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন