প্রয়াত সিপিএমের প্রবীণ নেতা বাসুদেব আচারিয়া।বাসুদেব বাবু দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সোমবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আদতে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা বাসুদেব আচারিয়া। কিন্তু, তাঁর রাজনৈতিক ভূমি ছিল বাঁকুড়াই। ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম। সেখানেই পড়াশোনা। ছাত্র বয়সেই বাম আন্দোলনে যুক্ত হয়ে পড়া। ১৯৮০ সাল থেকে ২০০৯ পর্যন্ত বাঁকুড়ার সাংসদ ছিলেন তিনি। একসময় রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। সিপিএম কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন বাসুদেববাবু।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন