গত বুধবারই সংবাদ মাধ্যমের হাতে এসেছে সংসদীয় এথিক্স কমিটির রিপোর্ট। সেই রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ করেছে এথিক্স কমিটির সদস্যেরা। 'ঘুষের বদলে প্রশ্ন' বিতর্কে এতদিন পরে অবশেষে মন্তব্য করতে দেখা গেল কোনও তৃণমূলনেতাকে। এদিন মহুয়া প্রসঙ্গে অভিষেক বললেন, "মহুয়া নিজের লড়াই নিজেই লড়তে জানে।"
এদিকে, জন্মদিনের দিন পেয়েছিলেন ইডি-র নোটিস। আর এই নোটিস ঘিরে বিতর্ক কম হয়নি রাজনৈতিক মহলে। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। যদিও হাজিরার ১ ঘণ্টার মধ্যেই সিজিও থেকে বেরিয়েও আসেন তিনি। জানান, তাঁকে কিছু নথি নিয়ে সশরীরে আসতে বলা হয়েছিল, তাই তিনি এসেছেন, আবার যেদিন তাঁকে ডাকা হবে, তিনি আসবেন। এদিন ইডির কাছে ৬ হাজার পাতার নথি জমা দেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ নিজের বাড়ি থেকে বের হন অভিষেক৷ তাঁর পরনে ছিল সাদা রঙের শার্ট। বাড়ি থেকে বেরনোর সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাঁকে৷ কালো গাড়িতে ইডি দফতরে পৌঁছন ১১টা বেজে ৫ মিনিট নাগাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন