জশপ্রীত বুমরাহর উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। এই মুহূর্তে পাক বোলারদের থেকেও ঘাতক বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহর পারফরম্যান্স দেখার পরে আক্রম জানিয়েছেন,"এই মুহূর্তে বুমরাহই বিশ্বসেরা। সবার উপরে ও। বলের উপরে নিয়ন্ত্রণ, গতি, বৈচিত্র্য-সব মিলিয়ে বুমরাহ একজন সম্পূর্ণ বোলার। দৃষ্টিনন্দনও বটে।
বুমরাহকে পাক বোলারদের থেকেও ঘাতক বলে জানিয়েছেন আক্রম। কারণ হিসেবে প্রাক্তন পাক পেসার বলেছেন, "পাক বোলারদের থেকেও বুমরাহ বিপজ্জনক কারণ ও টেস্ট ক্রিকেট বেশি খেলে। আমাদের বোলাররা টেস্ট ক্রিকেট কম খেলে।"
বুমরাহকে থামানো যায় কীভাবে? রসিকতা করে আক্রম বলেছেন, "ওর বোলিং স্পাইক চুরি করে নাও, তাহলেই বুমরাহকে থামানো সম্ভব। এছাড়া অন্য কোনওভাবে ওকে আটকানো যাবে না।"
আক্রম ব্যাখ্যা করে বলছেন, "রাউন্ড দ্য উইকেটে বাঁ হাতি ব্যাটারকে যখন বুমরাহ বল করছে, তখন সিমের প্রযোগ করে থাকে। ওয়াইড অফ দ্য ক্রিজ যখন বল করে, তখন ব্যাটার মনে করে বল ভিতরে ঢুকে আসবে। কিন্তু বল পিচে পড়ে বাইরের দিকে বেরিয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটার পরাস্ত হয়। আমি যখন ডান হাতি ব্যাটারকে আউটসুইঙ্গার দিতাম, অনেকসময় বল নিয়ন্ত্রণ করতে পারতাম না। বুমরাহর বলের উপরে নিয়ন্ত্রণ আমার থেকেও ভাল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন