নিয়োগ দুর্নীতি মামলায় নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। পর্ষদ সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। গৌতম পালকে দ্রুত জিজ্ঞাসাবাদের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। তদন্তে সহযোগিতা না করলে দরকারে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
শুধুমাত্র পর্ষদ সভাপতি গৌতম পাল নন, জিজ্ঞাসাবাদের নির্দেশ পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন একটি তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই রিপোর্ট দেখার পরই পর্ষদ সভাপতি গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি, বিচারপতি গঙ্গোপাধ্যায় এও উল্লেখ করেছিলেন যে, পর্ষদের পক্ষ থেকে 'ডিস্টার্ব' করা হচ্ছে সিবিআইকে। এখন কোন প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের নির্দেশ, তিনি অবশ্য তা খোলসা করেননি। পাশাপাশি, সিবিআই-এর পক্ষ থেকে যে সিট গঠন করা হয়েছে, সেই সিটের তদন্তকারী অফিসাররা জানান যে, এই তদন্তপ্রক্রিয়ায় তাঁরা কয়েকজনকে যুক্ত করতে চান। এরপরই পর্ষদ সভাপতি গৌতম পালকে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ১৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন