দিল্লি থেকে কলকাতায় ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'গিরিরাজ সিং যে দাবিটা করছেন, সেই দাবি এক মিনিটে নস্যাৎ যদি করতে দিতে হয়,সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা উচিত'। বকেয়া আদায়ের লক্ষ্যে 'মিশন দিল্লি'। গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর? স্রেফ টেনে হিঁচড়ে বের করাই নয়, তিন বাসে চাপিয়ে অভিষেক, কল্যাণ, দোলাদের তুলে নিয়ে যায় পুলিস। রাতেই অবশ্য ছাড়া পান সকলে।
বাইরে ততক্ষণে ভিড় জমে গিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন