সংশোধনাগারে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার সকাল সকালই প্রেসিডেন্সি সংশোধনাগারে হাজির হন সিবিআইয়ের দুই তদন্তকারী আধিকারিক। তারপরে শিক্ষক দুর্নীতি মামলার বিষয়ে দীর্ঘক্ষণ পার্থকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এই গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়।
শিক্ষক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে চেয়ে গত বুধবার আলিপুর আদালতের বিচারকের কাছে আবেদন জানিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর বক্তব্য ছিল, "প্রত্যেকদিন তদন্তের অগ্রগতি হচ্ছে। তাতে নতুন তথ্য উঠে এসেছে। সেটা যাচাই করতে সিবিআই জেলে গিয়ে জেরা করতে চায়। আমরা হাইকোর্টকে রিপোর্ট দিচ্ছি। আর সেই নির্দেশ অনুসারে তিন দিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে হবে। জেরার সময় ভিডিওগ্রাফি করতে হবে।" সিবিআইয়ের সেই আর্জিতে সায় দেয় আলিপুর আদালত। তারপরেই শুক্রবার প্রেসিডেন্সি সংশোধনাগারে যান সিবিআইয়ের দুই আধিকারিক। তাঁদের মধ্যে তদন্তকারী অফিসারও ছিলেন। এদিন প্রায় দু-ঘণ্টা ধরে জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গোটা প্রক্রিয়াটির ভিডিওগ্রাফিও হয় বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু নতুন তথ্য নতুন আঙ্গিক উঠে এসেছে সাম্প্রতিক তম তদন্ত প্রক্রিয়ায়। তার ভিত্তিতেই শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয় বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন