বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর। লিপস অ্যান্ড বাউন্ডসের ২ ডিরেকটরের নিরাপত্তায় কলকাতা পুলিস। মুখ্যমন্ত্রীর বাড়িতেই তাঁদের রাখার সিদ্ধান্ত। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু বলেন, "গতকাল সন্ধ্যাবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৪ জনের মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী, ওনার ভাইপো, ডিজি মনোজ মালব্য ও কলকাতার সিপি বিনীত গোয়েল। বিনীত গোয়েলের হাতে একটি ল্যাপটপ ছিল। মিটিং অনেকক্ষণ চলেছে। মিটিংয়ের আউটকাম, লিপস অ্যান্ড বাউন্ডসের ২ জন ডিরেকটর যাঁরা ইতিমধ্যেই সমন পেয়েছিলেন,তাঁদেরকে মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুলিসের নিরাপত্তায় রাখার ব্যবস্থা হয়েছে।
শুভেন্দুর এই দাবির বিরুদ্ধে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্ত্বনু সেন। তিনি বলেন, "তৃণমূল ফোবিয়া, মমতা ফোবিয়া, অভিষেক ফোবিয়া লোডশেডিং নেতা শুভেন্দু অধিকারীকে তাড়া করে বেড়াচ্ছে। নিজের দলেই তিনি সর্বসম্মত নয়। টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপির পায়ের ধুলো মাথায় নিয়ে, কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে সিবিআই-ইডি ও আদালতের একাধিক রক্ষাকবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন! যাঁর নিরাপত্তারক্ষীরা আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মারধর করে! যার কনভয়ের গাড়ি মানুষকে চাপা দিয়ে চলে যায়! তাঁর মুখে এধরনের কথা মানায় না। তিনি যে অভিযোগগুলো করছেন, সেগুলো প্রমাণ করার দায়িত্ব তাঁর। আর করতে না পারলে লোকসমক্ষে তাঁর কান ধরে ক্ষমা চাওয়া উচিত। এর আগেও তিনি অনেক কথা বলেছে। সবই শেষমেশ অশ্বডিম্ব প্রসব করেছে। বাস্তবের সঙ্গে তার কোনও মিল পাওয়া যায়নি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন