রানিগঞ্জ ও জামুড়িয়ায় বেআইনি কয়লা খনির ছাদ ধসে ৮ জনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দুবাবু বলেন, 'রানিগঞ্জে ৭ জন গরিব মানুষ বেআইনি কয়লা তুলতে গিয়ে চাপা পড়ে মারা গেল, কিন্তু সবাই চুপ। আমি চলে যাওয়ার পরে আসানসোলে একটা কম্বল বিতরণ অনুষ্ঠানে ৩ জন মারা গিয়েছিলেন। সেজন্য জিতেন্দ্র তিওয়ারিকে জেল খাটিয়েছেন। তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারিকে বাড়ি ছাড়া হতে হয়েছে। আমার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট পাত্তা দেয়নি। রানিগঞ্জে ৭ জন ও জামুরিয়ায় ১ জন গরিব লোক মরে গেছে। আমি কয়েকদিনের মধ্যেই রানিগঞ্জের প্রত্যেকটি মৃতের পরিবারের কাছে আসছি। আমরা এটা ছাড়ব না। যদি জিতেনবাবুর আয়োজিত অনুষ্ঠানে ত্রুটি থাকলে রানিগঞ্জে বেআইনি খনির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও খুনের FIR হওয়া উচিত'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন