বহাল থাকল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদ সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারী সংস্থা সিবিআই। রক্ষাকবচ মিলল না সুপ্রিম কোর্টে। ঘটনাটি ঠিক কী?
সেদিনই হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আদালতে একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্ট দেখার পর পর্ষদ সভাপতি গৌতম পালকে ও পর্ষদের ডেপুটি সেক্রেটারি জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, 'তদন্তে সহযোগিতা না করলে প্রয়োজনে তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন