বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলে বড় ধাক্কা। এবার ডেঙ্গি আতঙ্ক ক্রিকেট বিশ্বকাপেও। ভারতীয় দলের তারকা ওপেনার শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়া বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ। তার আগে গিলের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর উদ্বেগ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।
ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে জ্বর আসে শুভমান গিলের। বৃহস্পতিবার জ্বর আরও বাড়ে। জ্বরে কাবু তারকা ক্রিকেটারের তড়িঘড়ি রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই জানা যায় যে শুভমান গিল ডেঙ্গি পজেটিভ। বর্তনানে জ্বরে যথেষ্ট কাবু গিল। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন