প্রেসিডেন্সি জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে পার্থ চট্টোপাধ্যায় আবেদন করেন। কিন্তু সেই আবেদনে সাড়া দিল না প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, এসএসকেএমের চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একবছর তিন মাস জেলবন্দি আছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার ইডির বিশেষ আদালতে এদিন পার্থ – অর্পিতার ভার্চুয়াল প্রোডাকশন ছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে ইডি বিশেষ আদালতে জেলে থেকে ভার্চুয়াললি হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়। বিচারক জানতে চান অর্পিতার কিছু বলার আছে কিনা। অর্পিতাও অসুস্থতার কথা জানান। তাঁর দাঁতে ব্যথা হচ্ছে। জেলে চিকিৎসা হলেও পুরো উপশম হচ্ছে না। এর পরেই বিচারক বলেন, জেলে কর্তৃপক্ষের থেকে যিনি ছিলেন তাঁকে অর্পিতার চিকিৎসা নিয়ে বলেন। তিনি বলেন দরকারে আউটডোর চিকিৎসা করবেন সেই বিষয়টা দেখতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন