অনুব্রত মণ্ডলের দেখানো পথেই জোত্যিপ্ৰিয় মল্লিক তাঁর ঘনিষ্ঠ, পরিচিত বা পরিচারকদের কোম্পানির ডিরেক্টর করেছিলেন। ইডি সূত্রে খবর,ঘনিষ্ঠ একজনের মা ও স্ত্রী এবং নিজের বাড়ির পরিচারককে জোত্যিপ্ৰিয়র তিনটি কোম্পানির ডিরেক্টর করেছিলেন।
ইডি তদন্তকারীদের দাবি, নিজের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের মা মমতা দাস ও স্ত্রী সুকন্যা দাসকে ভুয়ো কোম্পানিতে ডিরেক্টর করেছিলেন খোদ জোত্যিপ্ৰিয় মল্লিক। এছাড়া বাড়ির এক পরিচারককেও ডিরেক্টর করেছিলেন তাঁর কোম্পানিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন