'যুদ্ধ নয়, এটা গণহত্যা'। ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের বলি শিশুরাও। ইজরায়েলের ফার আজা কিবুত্জ এলাকায় পাওয়া গেল ৪০ দেহ। বেশ কয়েকটি আবার মণ্ডুহীন। এই লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জেরুসালেম এবং গাজা স্ট্রিপ কার দখলে থাকবে?
গত শনিবার আচমকাই ইজরায়েলের ভূ-খণ্ডে ঢুকে পড়ে হামাস বাহিনী। দেশের দক্ষিণ প্রান্তে ফার আজা কিবুত্জ এলাকায় অতর্কিতে হামলা চালায় তারা। যুদ্ধবিধ্বস্ত সেই এলাকায় অবশেষে পা পড়ল ইজরায়েলি সেনার। গোটা এলাকা ঘুরিয়ে দেখানো হল সাংবাদিককেও। যাঁরা গিয়েছিলেন, তাঁরা জানিয়েছেন, 'পরিস্থিতি ভয়াবহতা দেখে শিউড়ে উঠেছেন সেনা-জওয়ানরা। প্রতিটি ঘরে শিশুদের মুণ্ডু কাটা দেহ! বিছানাতেই গুলি করে খুন করা হয়েছে পরিবারের সদস্যদেরও'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন