চলতি বিশ্বকাপের দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় দলের এই সফরের ভিলেন হয়ে দাঁড়িয়েছে চোট আঘাত। গত সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময় গোড়ালিতে গুরুতর চোট লাগে হার্দিক পাণ্ডিয়ার। যার জেরে নিউজিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধেও হয়তো মাঠে নামতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার। সূত্রের খবর, বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, হার্দিককে নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই। আসলে তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। সেই কারণেই আরও একটা ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আরেক রিপোর্ট আবার জানাচ্ছে, আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তত্ত্বাবধানে রয়েছেন হার্দিক। বুধ অথবা বৃহস্পতিবারের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাবেন তিনি। ব্যাটিং করতে এমনিও কোনও সমস্যা নেই তাঁর। বোলিংয়ের ক্ষেত্রে খানিক অসুবিধা হলেও হতে পারে। সেক্ষেত্রে হার্দিকের পরিবর্তে আবারও হয়তো সুযোগ পাবেন সূর্যকুমার যাদব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন